কে,এ,রাহাত, গোয়াইনঘাট::
উত্তর সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পুর্তী উপলক্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রজতজয়ন্তী উৎসব।
আগামি শনিবার ২৫শে জানুয়ারি সকাল ১০টায় গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ’র সভাপতিত্বে অনুষ্টিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার,মাহমুদ উস সামাদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা আক্তার খানম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হারুন উর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড নাসির আহমদ,পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চল প্রফেসর হারুন অর রশিদ, সিলেটের জেলা প্রশাসক,এম,কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখবেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।