কে,এ,রাহাত, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১৫দিনের ব্যাবধানে ৩য় দফায় ফের বন্যা দেখা দিয়েছে। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উপজেলার প্রধান প্রধান নদ নদীর পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বিপর্যস্ত জনজীবন, গবাদিপশু নিয়ে বিপাকে পড়ছেন অনেকেই, অসহায়দের ঘরে নেই খাবারও।
আজ সোমবার দিনব্যাপী অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের পানিবন্দী এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা
আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক এম নিজাম র উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা যুগে তলিয়ে যাওয়া বাড়িতে বাড়িতে নিজে গিয়ে এ শুকনো খাবার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ৩ং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ,যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল আমিন সাদিক, যুবলীগ নেতা আলা উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সাহিয়ান,বিলাল হুসেন সাকিব, তানজিল আহমদ, খালেদ আহমদ যুবলীগ নেতা নুরুল আমিন,প্রমুখ।