কে,এ,রাহাত, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়েছে। ১৪ই ডিসেম্বর ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, গোয়াইনঘাট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড, মো: আব্দুল হক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, পেশাজীবী সংগঠন।
এসময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক , আইনজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।