কে. এ. রাহাত, গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিছ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম।গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার লক্ষণছড়া এলাকার রুক মিয়ার ছেলে সোহেল মিয়া (২০)।
শনিবার (১৮ জানুয়ারী) ভোরে থানার সেকেন্ড অফিসার এস.আই যীশু দত্ত ও এ.এস.আই রাজিব রায় এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শত পিছ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গোয়াইনঘাট থানাকে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।