কে,এ,রাহাত, গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট ১ রুস্তমপুর ইউনিয়নে মাটি কাপা রাস্তার ভাঙ্গা সাঁতরে পাড়ি দিতে গিয়ে পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যার পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছে এক যুবক। গতকাল ২৬মে রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মাটিকাপা রাস্তার ভাঙ্গনস্হলে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় স্হানীয়রা অনেক খোজাখুজি করে কোন সন্ধান পাননি। ২৭ মে সকাল থেকে ফায়ার সার্ভিস (ডুবুরী) দিয়ে ঘটনাস্থলে পানির নিচে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবকের সন্ধান করা হচ্ছে।
এই ঘটনায় নিখোঁজ যুবকের নাম ওসমান আলী(২৭)। সে রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে।
গোরাগ্রাম মাটিকাটা রাস্তার ভাঙ্গনস্হলে পাহাড়িঢলে সৃষ্ট বন্যার পানি সাঁতরে বউকে নিয়ে শশুর বাড়িতে যাওয়ার চেষ্টাকালে স্রোতের তোড়ে দূর্ঘটনাবশত হারিয়ে যায়।