সিলেটের গোয়াইনঘাটে সরকারি খাস জমিতে প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় নির্মিত হচ্ছে দোকান ঘর। উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজারে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণে মরিয়া হয়ে উঠেছে একটি ভুমিখো চক্র । আর এই চক্রটিকে সহযোগীতা করছে স্থানীয় কিছু প্রভাশালী লোকজন।
জনা যায়, হাকুরবাজার এলাকার লাউরকুনী গ্রামের মাও. আবুবকর সরকারি খাস জমিতে নির্মাণ করছেন অবৈধ দোকান ঘর। অতচ গত কয়েক মাস পূর্বে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে এই যায়গা গুলোকে দখল মুক্ত করা হয়। এবং পুনরায় ঘর নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পর্দার আড়ালে থাকা কিছু অসাধু ব্যক্তিদের পরামর্শ এবং সহযোগীতায় এমন দুঃসাহস করছেন বলে মন্তব্য ও করেন এলাকার সাধারণ মানুষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “আমরা আগেও অভিযান পরিচালনা করেছিলাম, প্রয়োজনে আবারও অভিযান করবো, সরকারি খাস জমি দখল করতে দেয়া হবেনা”
Posted ১০:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad