শনিবার ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে আয়োজিত কম্বল বিতরণ

বুধবার, ২২ জানুয়ারি ২০২০     129 ভিউ
গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে আয়োজিত কম্বল বিতরণ

অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে জয়লাভ করেছি। ৭৫পরবর্তী সময়ে একটি জায়গায় আমরা বার বার হোঁচট খেয়েছি আর তা হচ্ছে শিক্ষা। বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে নতুন আলোর উদয় হয়েছে। আমাদের সেই সুযোগটি সটিকভাবে কাজে লাগাতে হবে।

বুধবার দুপুর ২টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শীতার্ত মানুষের মধ্যে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভীত মজবুত হওয়ার পেছনে প্রবাসীদের বড় ভূমিকা রয়েছে।

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সোশ্যাল ট্রাষ্ট ইউকের চেয়ারম্যান আব্দুল বাছিত, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ সেলিম আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস সামাদ।

বক্তব্য দেন প্রবাসী আব্দুল বাহার, মওদুদ আহমদ চৌধুরী সুমন, যুব সংগঠক সাকিল আহমদ, আলিম উদ্দিন বাবলু, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ।

স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সদস্য মঞ্জুর আহমদ শাহনাজ। এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রকিষ্টাতা সদস্য ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু, সদস্য কিবরিয়া ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল মোকাব্বির, কাউন্সিলর এমএ ফজলুল আলম প্রমুখ।

পরে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিনিধি ও অতিথিবৃন্দ ৮০০পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪১ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com