অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : যাত্রীদের অভিযোগ ৯৯৯ কল পেয়ে খায়রুল এন্টারপ্রাইজ (সিলেট জ ১১০৭৯৬) নামে এক পরিবহনের অতিরিক্ত যাত্রী নামিয়ে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই গাড়ী বড়লেখা থেকে সিলেট যাওয়া পথে গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে ট্রাফিক সার্জেন্ট বিশ্বিজিৎ সামন্ত গাড়ী আটক করে অতিরিক্ত যাত্রী নামিয়ে দেন ও চালক স্বাস্থ্য বিধি মেনে গাড়ী চালানোর মুছলেকা দিলে গাড়ী ছেড়ে দেওয়া হয়।
একইভাবে গাড়ীর যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য হারুনুর রশীদের নির্দেশে এন জাবের পরিবহন (সিলেট জ ১১ ০২৭৭) নামে পরিবহন আটক করে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। গাড়ীর চালক ভবিষ্যতে এরকম আর অতিরিক্ত ভাড়া আদায় করবেন না বলে মুছলেকা দিলে গাড়ী ছেড়ে দেওয়া হয় বলে ট্রাফিক সার্জেন্ট বিশ্বিজিৎ সামন্ত প্রতিবেদককে জানান।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য হারুনুর রশীদ চৌধুরীর সাথে প্রতিবেদকের কথা হলে তিনি জানান করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি অনুস্মরণ করে যাত্রী বহন ও ভাড়া আদায় করার নির্দেশনা রয়েছে। কিন্তু অনেক গাড়ীর চালক তা মেনে চলছেন না বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের সেবা দিতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad