অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : আগামী ৩০ জানুয়ারী ২০২১ গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ও নৌকার মাঝি হলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ। শনিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দেশের ৬৪টি পৌরসভার নৌকার প্রার্থীর নাম ঘোষনা করা হয়।
এর আগে গত ৫ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন হল রুমে এক মতবিনিময় সভায় নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়। এদিকে গত ২১ ও ২২ ডিসেম্বর এই ৬ প্রার্থী কেন্দ্র থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। নৌকার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরপরই গোলাপগঞ্জ জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
Posted ১০:২১ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad