গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের অতিথিদের সাথে শিক্ষক শিক্ষিকাদের একাং
গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের মাসিক সমন্বয় সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও কটলীপাড়া কোনাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ।
বক্তব্য দেন এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আজমল হোসেন শুভন, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত, নতুন কুঁড়ি শিশু বিদ্যালয়ের পরিচালক অরুন দেব। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম সুহেল, নির্বাহী সদস্য সুহৃদ রঞ্জন দাস, গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর আব্দুল জলিল প্রমুখ।
Posted ১:১২ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad