অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক তানু মিয়া ইন্তেকাল করেছেন। রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি — রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২বছর।
সোমবার বাদ জোহর সিলেট নগরীর জল্লারপাড় জামে মসজিদে জানাযা শেষে দরগাহে হযরত শাহজালাল (রহ.) গোরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের তৃতীয় মেয়ের জামাতা ও সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের সম্পাদক এডভোকেট মাওলানা রশীদ আহমদ। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ৫মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ¦ ফজলুল হক তানু মিয়া গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে তিনি সিলেট নগরীর দাড়িয়া পাড়ায় বসবাস করে আসছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম (১৯৮৫-১৯৯০) চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট এইডেড স্কুলে দীর্ঘদিন শিক্ষতা করেন। এখান থেকে তিনি শিক্ষকতা পেশার অবসর নেন। তিনি একজন সফল ব্যবসায়ীও ছিলেন।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad