সোমবার ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গোলাপগঞ্জ আওয়ামীলীগে দুর্নীতিবাজ সাজাপ্রাপ্তদের স্থান না দেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহবান

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯     138 ভিউ
গোলাপগঞ্জ আওয়ামীলীগে দুর্নীতিবাজ সাজাপ্রাপ্তদের স্থান না দেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহবান

গোলাপগঞ্জ প্রতিনিধি:  গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে দুর্নীতিবাজ, দুর্নীতির চার্জশিটভুক্ত আসামি, স্বার্থান্বেষীদের স্থান না দেওয়ার আহবান জানিয়েছেন উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা। সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় গোলাপগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি এআহবান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে একটি মহল নানা অপপ্রচারের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মান সম্মান ও মর্যাদা ক্ষুন্ন করে চলছে যা খুবই দুঃখজনক। তারা বলেন গত জাতীয় নির্বাচনে অনেকে নৌকার বিরুদ্ধে কাজ করেছেন। নৌকার বিরুদ্ধে অর্থ যোগান দিয়ে আওয়ামীলীগকে বেকায়দায় ফেলতে সকল চেষ্টা করেছেন। আজ তারা দলের সম্মেলন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন।

তারা অভিযোগ করেন বলেন স্থানীয় সংসদ সদস্যদের নিকট থেকে স্বার্থান্বেষীরা অবৈধ ভাবে সুযোগ সুবিধা নিতে না পেরে তাঁর বিরুদ্ধে কুৎসা রটনা করছে। লিখিত বক্তব্যে তাঁরা দুর্নীতিবাজ, দুর্নীতির চার্জশিটভুক্ত আসামি, স্বার্থান্বেষীদের বাদ দিয়ে দলের ত্যাগী, সৎ, পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন।

উপস্থিত ছিলেন লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সেলিম আহম, ইউপি সদস্য সেলিম আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফজল সবুল, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ ক্যারল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ছালিক আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল কাদের, সহ সভাপতি সামসুল ইসলাম, বুধবারিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ খান জিলা মিয়া, জহির উদ্দিন, আরজমন্দ আলী, সেলিম আহমদ, কয়েছ আহমদ, হেলাল আহমদ, নাজিমুল হক লস্কর, আলী হোসেন, জালাল সিদ্দিকী, সেবুল আহমদ প্রমুখ।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com