অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি :
অবশেষে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার ব্যাপারে জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি হলেন বাংলাদেশ আওয়ামীলীগ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হলেন বাংলাদেশ আওয়ামীলীগ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ।
দুইজন উপজেলা আওয়ামীলীগের পুরনো কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুমোদিত কমিটিকে আগামী তিনবছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।
Posted ১১:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad