অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে চতুর্থ করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। সে উপজেলার প্রথম করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা ও উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উত্তর কানিশাইল (সুতারপাড়া) গ্রামের তরুণ (১৮)।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী। তিনি জানান, ১মে গোলাপগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত করা হয়। সে প্রথম করোনা আক্রান্ত যুবকের ভাগিনা।
প্রথম যুবকের করোনা সনাক্তের পর তার সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার রিপোর্ট আসে পজেটিভ। তার বাড়ি লকডাউনসহ সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Posted ৮:৪০ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad