রবিবার ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গোলাপগঞ্জে সড়ক সংস্কার কাজে ২১কোটি টাকা বরাদ্ধ

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০     181 ভিউ
গোলাপগঞ্জে সড়ক সংস্কার  কাজে ২১কোটি টাকা বরাদ্ধ

অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে সড়ক সংস্কার কাজের জন্য ২১কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার ঢাকাদক্ষিণ দত্তরাইল বাইপাস মোড় থেকে সুনামপুর পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার, মোকামবাজার-পুরকায়স্থ বাজার-জ্যামিটিকি-কদমতলি পর্যন্ত সাড়ে ১১কিলোমিটার ও কতোয়ালপুর-নিমাদল পর্যন্ত সাড়ে ৪কিলোমিটার সড়ক সংস্কার কাজের জন্য ওই টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রায় ২৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজ সম্পন্ন হলে চলাচলে স্বাচ্ছন্দবোধ করবে  যাতায়াতকারী লোকজন বলে জানান উপজেলা প্রকৌশলী জানান।

জানা যায় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাংসদ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এলজিইডি আরটিআইপি-২ প্রকল্পের আওতায় ২০ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে ওই সংস্কার কাজ ইতিমধ্যে সুনামপুর থেকে শুরু হয়েছে। উপজেলার অন্যতম তিন সড়ক সংস্কার হলে জনগণ ভোগান্তি থেকে রক্ষা পাবে। উপজেলার জনগুরত্বপূর্ণ সড়কগুলো সংস্কারজনিত কাজ বিলম্বিত হওয়ায় ভোগান্তি পোহাচ্ছিলেন উপজেলার হাজারো মানুষ। অবশেষে দীর্ঘদিনের ভোগান্তির অবশান ঘটতে যাচ্ছে উপজেলার মানুষদের।

ঢাকাদক্ষিন ইউপির ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম কাসেমী বলেন, আমাদের ঢাকাদক্ষিণ-সুনামপুর রোডে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় কষ্ট নিয়ে যাতায়াত করতে হতো। অবশেষে কাজ শুরু হওয়ায় এ এলাকার বাসিন্দারা খুবই আনন্দিত। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।

এব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান ইতিমধ্যে সড়কগুলো সংস্কারের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সরকার সড়কগুলো সবসময় চলাচলের উপযোগী রাখতে কাজ করে যাচ্ছে। আশা করি কাজ সম্পন্ন হয়ে গেলে এলাকার মানুষ যাতায়াত সুবিধা পাবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com