অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিন্টু আহমদ (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টায় সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ মডেল থানা সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী ব্যাক্তি ঘোঁষগাও নিজ বাড়ি থেকে গোলাপগঞ্জ যাওয়ার পথে থানার সম্মুখে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী নিরাময় ক্লিনিকের একটি এ্যাম্বুল্যান্স’র মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মাঠিতে লুঠিয়ে পড়েন মিন্টু। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিহত মিন্টু উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ঘোষগাঁও এলাকার সাবেক পৌর কাউন্সিলর ইউসুফ আলীর ছেলে। তিনি পৌর সদরের রণকেলী লেক ভিউ ডায়াগনেষ্টিক সেন্টারে কর্মরত ছিলেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল (সিলেট মেট্টো-হ ১১-৪২১০) ও অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্টো-ঢ ১৫-৫৮৬২) জব্দ করে ও অ্যাম্বুলেন্স চালককে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad