সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের বইটিকরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ উপজেলার ফুলবাড়ী ইউপির টিকরপাড়া গ্রামের নাছির উদ্দিন’র স্ত্রী ছয়লা বেগম রুনু (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছয়লা বেগম রাস্তা পারাপারের সময় গোলাপগঞ্জগামী দ্রুত গতির একটি সিএনজি (অটোরিকশা) তাকে ধাক্কা দেয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষনের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর ঘাতক ড্রাইভার পলাতক রয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা নুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad