অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জে পাষন্ড স্বামীর হাতে চার সন্তানের জননী খুন হওয়ার ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিয়ে করার অনুমতি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এনাম উদ্দিন (৪৫) নামে এক পাষন্ড স্বামী তার স্ত্রী শিল্পী বেগমকে (৩৬) খুন করে।
সোমবার বেলা দেড়টার দিকে বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লা এলাকায় ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী এনাম উদ্দিন (৪৫) ঘটনার পর পর বাড়ীর পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত শিল্পী বেগম দক্ষিণ বাঘা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও চার ছেলে সন্তানের জননী। স্থানীয় লোকজন ও থানা সূত্রে জানাযায় গত কয়েকদিন ধরে এনাম উদ্দিন দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে চাপ প্রয়োগ করে আসছিল। সোমবার দুপুরে এ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উত্তেজিত স্বামী তার স্ত্রীর গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও বিকাল ৫টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ মাঠে রয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad