অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের আমুড়া ইউপির শিলঘাট সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আব্দুল খালিকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাম্পাকো গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দা আদিবা হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। হাফিজ আব্দুল খালিক সাহেবের মতো শিক্ষকরা আজীবন নিঃস্বার্থভাবে জাতি গঠনে কাজ করে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে তাদের অবদান বর্তমান প্রজন্মের কাছে অনুকরণীয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজয় কপালীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক হাফিজ আব্দুল খালিক।
বিশেষ অতিথির বক্তব্য দেন টাম্পাকো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাফিউস সামি আলমগীর, ৯নং আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল আহমদ, আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালেয়র সাবেক শিক্ষা অনুরাগী সদস্য বদরুল হক, দওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন আহমদ।
বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য নাজিমুল হক লস্কর, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল গফ্ফার কুটি মেম্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুর রহিম, মহিলা সদস্য তানিয়া বেগম, সাবেক শিক্ষানুরাগী সদস্য রুস্তুম মুন্না, যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তাহের সিদ্দিকী, প্রাক্তন শিক্ষার্থী এমাদ আহমদ, বেলাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য উসমান উদ্দিন, আলকাছ আলী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন, সেবুল আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন, ছাদেক আহমদ, রুহেল চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, যুগ্ম সম্পাদক প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক ও প্রধান অতিথিকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মননা প্রদান করা হয়।
Posted ১১:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad