অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ধারাবহর এলাকায় বেপরোয়া সিএনজি অটোরিক্সার ধাক্কায় সালমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম ধারাবহর নালীবাড়ি গ্রামের মরুহম আব্দুল মতিনের স্ত্রী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সালমা বেগম আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য রাস্তার পাশে অপেক্ষায় ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি অনটেস্ট সিএনজি অটোরিক্সা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বান্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেথানে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর থেকে সিএনজি অটোরিক্সা চালক পলাতক রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো.হারুনুর রশীদ চৌধুরী।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad