অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : করোনার প্রভাবে বর্তমান অবস্থার প্রেক্ষিতে সামাজিক দুরত্ব বৃদ্ধিতে নজরদারি অব্যাহত রেখেছে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন। পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ চলমান রয়েছে।
সোমবার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ এলাকায় হতদরিদ্র ২৮টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১০কেজি চাউল, ৫কেজি আলু, ২কেজি ডাল ও ১ লিটার তেল খাদ্য সামগ্রী হিসেবে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন প্রকৃত পক্ষে করোনা পরিস্থিতির জন্য সাময়িক রোজগার বন্ধ হওয়া দিনমজুর, ভ্যানচালক, রিক্সাচালক, ফেরিওয়ালা এই ধরনের পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
এদিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সামাজিক দুরত্ব সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করা হয়। দিনের বিভিন্ন সময় গোলাপগঞ্জ বাজার, ঢাকাদক্ষিণ, হেতিমগঞ্জ, পুরকায়স্থ বাজার, চৌধুরী বাজার, লক্ষনাবন্দ (ক্লাব) সহ উপজেলার বিভিন্ন বাজার মনিটরিংয়ে করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন।
করোনার সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বৃদ্ধিতে নির্ধারিত দুরত্ব বজায় রেখে চলাচল ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি আহবান জানান। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিত্য প্রয়োজনীয় দোকান ও কাঁচাবাজার মনিটরিং করা হয়।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad