অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বক্তব্য দেন উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডার শফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমবায় কর্মকর্তা জামাল মিঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, শিক্ষক ছালেহ আহমদ, সমাজসেবী ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
সভায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়।
Posted ১:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad