অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে অভিযান চালিয়ে সায়েম আহমদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পৌর এলাকা থেকে আটক করা হয়।
পরে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হলে তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি উপজেলার রনকেলী দিঘীরপাড় গ্রামের মৃত সিকান্দার আহমেদ চৌধুরীর ছেলে। থানা সূত্র জানায় তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারী পরোয়ানাসহ ৬টি মামলা রয়েছে।
এছাড়াও তিনি বিভিন্ন জাল জালিয়াতির সাথে জড়িত। এলাকায় তিনি সায়েম আহমদ চৌধুরী নামে পরিচিত থাকলেও পাসপোর্টে নাম পরিবর্তন করে মুছা আহমদ চৌধুরী নামে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভ করেন।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বলেন, তার নামে ৬টি মামলা রয়েছে ও তিনি একাধিক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। ওইদিন দুপুরে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
Posted ১২:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad