গোলাপগঞ্জে উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা রিয়াছত আলী ছখরিয়ার ছাব (রহ.) প্রতিষ্ঠিত রিয়াছতুল উলুম মাদ্রাসাতুল বানাত চৌঘরী মাদ্রাসায় নতুন আরসিসি ঢালাই ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ উন্নয়ন কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন আল্লামা রিয়াছত আলী ছখরিয়ার ছাব (রহ.)’র কনিষ্ঠ পুত্র ইলিয়াছ বিন রিয়াছত, সূরা সদস্য সামছুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউর রহমান, শিক্ষক মাওলানা জাকারীয়া আহমদ, মাওলানা আব্দুল হাই, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মুছাল্লীশ আলী, হাফিজ জবরুল ইসলাম, হাফিজ রেশাদুল করিম, সমাজসেবী জিল্লুর রহমান সিপন, শিরু মিয়া, বাবুল মিয়া, সাংবাদিক খালেদ হোসেন, সানি আহমদ প্রমুখ।
উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা রিয়াছত আলী ছখরিয়ার ছাব (রহ.) প্রতিষ্ঠিত রিয়াছতুল উলুম মাদ্রাসাতুল বানাত চৌঘরী মাদ্রাসায় সিলেট জেলা প্রথম মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৮২ সালে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ৩ শতাধিক। শিক্ষক ১৮ জন ও খাদিম ২ জন। এছাড়া ৭০ জন শিক্ষার্থী মাদ্রাসা এতিমখানায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউর রহমান।
Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad