অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে রাস্তার সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা এলাকার ক্লাসিক কমিউনিটি সেন্টারের সম্মুখ রাস্তার পাশে এঘটনা ঘটে।
রোববার সকাল সাড়ে ৮টায় ওই এলাকার আবুল কালাম নামে জনৈক ব্যক্তি মেহেগুণি গাছটি কাটেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় লোকজন নিশ্চিত করেন। কর্তন করা ওই গাছের বাজার মূল্য আনুমানিক বারো হাজার টাকা হবে বলে জানান।
এব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সাথে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন সরকারী গাছ কর্তন শাস্তিযোগ্য অপরাধ। তিনি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।
Posted ৭:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad