অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সেলিনা বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যুর দুইদিন পর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি মঙ্গলবার সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বাড়ি পৌর এলাকার উত্তর রনকেলী গ্রামে।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন। এদিকে বৃহস্পতিবার বিকালে তিনিসহ উপজেলায় মোট ৫জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
লক্ষনাবন্দ ইউপির করগ্রামে ৫২বছরের একজন পুরুষ, বাঘায় ৫৫বছরের একজন পুরুষ, পৌর এলাকার উত্তর রনকেলীর ৫৫বছর বয়সী ওই মহিলা, ২১ বছরের আরও একজন তরুনী ও টিকরবাড়িতে ২১বছরের একজন তরুনী রয়েছেন। ৬জুন তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে বৃহস্পতিবার ঢাকা থেকে তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এছাড়াও একই দিন নতুন ৪জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এপর্যন্ত গোলাপগঞ্জে মোট ৮৯জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে তার মধ্যে মোট সুস্থ হয়েছেন ৪২জন ও মৃত্যুবরণ করেছেন ৩জন।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad