গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শবনম শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, সমবায় কর্মকর্তা জামাল মিঞা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সাপ্তাহিক সিলেটের তথ্য সম্পাদক ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনাম চৌধুরী, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সালেহ আহমদ, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, সুলতান আবু নাসের, ফারহান মাসহুদ প্রমুখ।
সভায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে দিনব্যাপি বিভিন্ন কর্মস‚চি গ্রহণ করা হয়।
Posted ১২:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad