অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের গোলাপগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত সাইকেল পার্টস এর একটি দোকান খোলা রাখায় অভিযান পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউব ম্যাজিষ্ট্রেট শবনম শারমিন। এছাড়াও সামাজিক দুরত্ব বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত অন্যান্য দোকান বন্ধ রাখতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।
Posted ১২:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad