রবিবার ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে ভাইয়ের হামলায় ভাই ভাতিজাসহ আহত ১০

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০     158 ভিউ
গোলাপগঞ্জে ভাইয়ের হামলায় ভাই ভাতিজাসহ আহত ১০

অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সৎ ভাই আব্দুল মান্নান ও তার সহযোগীদের হামলায় অপর ৩ ভাই, ১ বোন ও ৬ ভাতিজা ভাতিজীসহ ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গোলাপগঞ্জ পৌর শহরের সরস্বতী কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন তিন ভাই আব্দুল মতিন (৬০), আব্দুল মালিক (৪৬), আব্দুল হামিদ (৩৫), আব্দুল মতিনের ছেলে রায়েদ আহমদ (৩০), রুহিন আহমদ (১৭), মেয়ে রুজি বেগম (৩০), চামেলি বেগম (১৯), রিমা বেগম (১৮), আব্দুল মালিকের মেয়ে মারুফা বেগম (১১) ও আব্দুল মতিনের বোন বাবার বাড়ী বেড়াতে আসা আয়শা বেগম (২০)।

এদের মধ্যে রায়েদ আহমদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে গত বছরদেড় এক থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে আব্দুল মতিনের ছেলে রাহিন আহমদ বাজার সেরে আসার পথে অভিযুক্ত মান্নানের ছেলে তার উপর অতর্কিত হামলা চালায়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ওই দিন বিকেলে বিষয়টি সমঝোতার আশ্বাস দিলে পরে আর সমঝোতা হয়নি। এ ঘটনার জের ধরে শুক্রবার জুম্মাার নামাজের পর আব্দুল মান্নান ও তার সহযোগীরা আব্দুল মতিনের অপর পুত্র রায়েদ আহমদের উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের বাকি সবাই এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় আব্দুল মান্নান। এতে ৩ ভাই, ১ বোন ও ৬ ভাতিজা ভাতিজীসহ ১০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান হামলার ঘটনায় থানায় অভিযোগ এসেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com