মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচী পালন

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০     152 ভিউ
গোলাপগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচী পালন

অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ৫দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ডিসেম্বর) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ গেইট সম্মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ গোলাপগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা আহবায়ক কমিটির সদস্য মো.এখলাছ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ গোলাপগঞ্জ শাখার আহবায়ক মো.আতিকুর রহমান, সদস্য সচিব মো.আব্দুল হক, যুগ্ম আহবায়ক আলীনুুর রহমান সুহেল। বক্তারা বলেন, দেশজুুড়ে প্রায় পঞ্চাশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা জাতি গঠনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বৈষম্যের মাধ্যমে চরম মানবেতর দিন কাটাতে হচ্ছে আমাদের। মানববন্ধনে বক্তারা তৃতীয় শ্রেণি কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুুপার প্রদানসহ ৫দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ গোলাপগঞ্জ শাখার যুুগ্ম আহবায়ক মো.উকিল আলী, মো.ইদ্রিছ আহমদ, মো.অলিউর রহমান, কাউছার আলম, সদস্য মো.আয়াতুর রহমান, হিরা মিয়া, রেজাউল করিম, ওসমান গণি, প্রবোদ চন্দ্র সরকার, আশরাফ হোসেন, আব্দুর রহিম প্রমুখ। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পালের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com