অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলার চৌমুহনীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের সুচনা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুর রহমানের সভাপতিত্বে ও সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার জামাল মিঞা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, পৌর কমান্ডার হানিফ আলী, মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাবেক কমান্ডার গোলাম মোহাম্মদ, মুক্তিযোদ্ধা নুর আহমদ, মুহিব আহমদ, হানিফ আলী, মুহিব খান, খলিল আহমদ, আব্দুল বারী, আজমল আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি রতন মনি চন্দ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক এমএ মালেক, চেতনা মঞ্চ উপজেলার সদস্য সচিব ছয়ফুল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আলী, সাংবাদিক সুলতান আবু নাসের, সাকিব আল মামুন, ফারহান মাসুদ আফসর, মুক্তিযোদ্ধা সন্তান জাহাঙ্গির হোসেন বাবলু, মঞ্জিল আহমদ, রাব্বিল আহমদ, আরাফাত হোসেন সোহাগ, জাহাঙ্গির আলম শিপন, আয়েফুর রহমান প্রমুখ।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad