গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে কিংস ডায়গনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ও ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অস্থায়ী ক্যাম্পে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র রোগী সেবা গ্রহণ করেন। এতে মেডিসিন হৃদরোগ ও শিশুরোগ এবং স্ত্রীরোগ গাইনী ও প্রস‚তি রোগীদের মধ্যে সেবা প্রদান করেন ডা. রুলি বিনতে রহিম, ডা. মোঃ আবু বক্কর সিদ্দিক।
উপস্থিত ছিলেন কিংস ডায়গনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিং কামরান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, নার্গিসুল জান্নাহ, মারজানা রহমান আসমা, মাছুমা আক্তার স্মৃতি, রুলী আক্তার, রিমা বেগম, ইমরান আহমেদ, তানজিয়া তারিন রুমা প্রমুখ।
Posted ১১:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad