অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৩ নভেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ভাদেশ্বর নাছিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অডিটোরিয়ামে ৯৩ব্যাচ ফ্রেন্ডস গ্রুপ ও সোস্যাল অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী ফয়সল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা শিক্ষা অফিসার অনিক কৃষ্ণ মজুমদার, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিলাল উদ্দিন।
বক্তব্য দেন রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডি সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সাবেক সভাপতি ময়নুল হক, গোলাপগঞ্জ রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজিত কুমার চক্রবর্তী, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আতাউল গণি পলাশ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডি সদস্য হেলাল উদ্দিন আহমদ হেলু, নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সিনিয়র শিক্ষক তারেক জলিল, সিনিয়র শিক্ষক আমিন উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী মিসবাহুস সালেহীন আদনান, ওয়াহিদুল হক শিমু, জয়নাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, ভাদেশ্বর পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শহির উদ্দিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী তমিজ উদ্দিন, নজমুল ইসলাম,রুমেল সিরাজ, হোসেন আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক ইমরান আহমদ, আব্দুল আহাদ, সুলতান আবু নাছের, সাকিব আল মামুন, হাবিবুর রহমান পাপ্পু, জয় রায় হিমেল, ফারহান মাহমুদ আফছর, প্রমুখ।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad