গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলার চিকিৎসাধিন থাকা এমাদ উদ্দিন নামে এক যুবক ৪দিন পর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত এমাদ উদ্দিন উপজেলার ফুলবাড়ি ইউপির দড়া পূর্ব পাড়া সোনাফর আলীর ছেলে। এঘটনায় নিহতের স্ত্রী নাজমিন বেগম জেবিন বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় ১টি হত্যা মামলা (নং-৯, তারিখ ১৪.০৮.১৯) দায়ের করেন। মামলার এজহারনামীয় এক নারীকে বুধবার রাতে মোগলাবাজার থানার রেঙ্গা থেকে আটক করে পুলিশ। আটক নারী মোগলাবাজার থানার রেঙ্গা গ্রামের নাছিম উদ্দিন উরফে নুনু মিয়ার স্ত্রী রোজিনা বেগম (২৬)। উল্লেখ্য গত রবিবার সকালে এমাদ উদ্দিনের প্রতিবেশী রাবেল আহমদ ও তার পরিবারের লোকজনের সাথে ছোট বাচ্চাদের ঢিল ছুঁড়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে বাধে। এসময় প্রতিপক্ষের দায়ের আঘাতে এমাদ উদ্দিন মারাত্মক আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এমাদ। তার মরদেহ বৃহস্পতিবার বাদ এশা জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে বলে স্বজনরা জানান। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় পুলিশ একজনকে আটক করছে। অপর আসামীদেও গ্রেফতা করতে মাঠে রয়েছে পুলিশ।
Posted ৯:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad