অজামিল চন্দ নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন করে। প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, আলোচনা সভাসহ নানা আয়োজনে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ মডেল থানা, পৌর প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, গোলাপগঞ্জ প্রেসক্লাব, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা রেফারী অ্যাসোসিয়েশন, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, গোলাপগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, ডা. শাহীন আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, উপজেলা রেফারী অ্যাসোসিয়েশনের সদস্য সুজন আহমদ, নাজিম উদ্দিন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রভাতফেরী পরবর্তী আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা জামাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
Posted ৮:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad