অজমিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে নতুন ৭জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪জন মহিলা ও ৩জন পুরুষ রয়েছেন।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী। তিনি জানান, পৌর এলাকার টিকরবড়িতে ৩২বছর বয়সী ১জন পুরুষ, গোলাপগঞ্জ উত্তরবাজার সুরমা কমপ্লেক্সে ৬৫বছরের বৃদ্ধ মহিলা ও ২৫বছরের যুবক রয়েছেন। ভাদেশ্বর দক্ষিণভাগে ২৩বছর বয়সী তরুণ, লক্ষনাবন্দের মুকিতলায় ২৫বছরের যুবতী ও লক্ষনাবন্দ ইউনিয়নে ৩৯ ও ২২বছর বয়সী দুজন মহিলা রয়েছেন।
এনিয়ে গোলাপগঞ্জে মোট ৫৭জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন ও একজন মৃত্যুবরণ করেন।
Posted ১:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad