অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ধারাবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিনের অর্থায়নে শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। তিনি শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করতে পারায় নিজেকে ধন্য মনে করেন বলে বক্তব্যে উল্লেখ করেন।
ধারাবহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি নাজিমুল হক লস্করের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম।
উপস্থিত ছিলেন প্রাক্তন ইউপি সদস্য আব্দুর রহিম, বিদ্যালয়ের ভুমিদাতা সদস্য শাহরিয়ার পারভেজ লস্কর, ধারাবহর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা, অহিদুজ্জামান, ব্যবসায়ী প্রজয় দেবনাথ, ব্যবসায়ী আতিকুল ইসলাম দুবুল, সমাজ সেবক বরদা চন্দ্র নাথ, মোহাম্মদ আলাউদ্দিন, দিলিপ চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাংবাদিক মাহমুদুল হাসান বাচ্চু, সুলতান আবু নাসের, সাকিব আল মামুন, জয় রায় হিমেল, মোহাম্মদ জাকারিয়া আবুল, হাবিবুর রহমান পাপ্পু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা চক্রবর্ত্তী, সহকারী শিক্ষিকা রিংকু বালা নাথ, সান্তনা রানী দাস, মোঃ মারুফ আহমদ, সবিতা রানী দেব, পিংকি মালাকার প্রমুখ।
Posted ৭:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad