অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ উত্তরগাঁও মাঝপাড়া গ্রামে জনৈক আবুল কালামের স্ত্রী রহিমা বেগমের ছাদের উপর ট্যাংকির পানিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে রহিমা বেগমের পরিবারের সকল সদস্যদের অজ্ঞান করে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করার ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ মডেল থানা কম্পাউন্ডে এক সংবাদ সম্মেলনে অফিসার ইনচার্য (ওসি) মোহাম্মদ হারুনুর চৌধুরী অভিযানে আটক ও মালামাল উদ্ধারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন পানিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে দীর্ঘদিন থেকে উপজেলায় একটি চক্র চুরি করে আসছিল।
সোমবার (৩১আগষ্ট) রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে লক্ষণাবন্দ উত্তরগাঁও মাঝপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জায়েদ আহমদকে (২৪) আটক করা হয়। জায়েদের দেওয়া তথ্য মতে লক্ষণাবন্দ হাজিপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে ইফতেখার আহমদ ইফতিকে (৩০) একই এলাকা থেকে আটক করা হয়। আটক ইফতির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ী থেকে লক্ষাধিক টাকার চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক মিন্টু সরকার, উপপরিদর্শক ফয়জুল করিম ও উপপরিদর্শক হেলাল উদ্দিন। চোরাইকৃত বাকী মালামাল ও নগদ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad