অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে গোলাপগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আ.ন.ম বদরুদ্দোজা। পরে মেলায় অংশ নেয়া উপজেলার ১২টি বিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমান পাল, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অজামিল চন্দ্র নাথ, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রতন মনী চন্দ, সাংবাদিক হারিছ আলী, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাকিব আল মামুন, কাউন্সিলর ফজলুল আলম প্রমুখ।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad