অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে চার সন্তানের জননী গৃহবধু শিল্পী বেগমের খুনের ঘটনায় ঘাতক স্বামী এনাম উদ্দিনের (৪৫) ফাঁসি দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুুুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭মে) বিকেল ৪টায় বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা বটরতল বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, নিহত গৃহবধুর ভাই ডাঃ আব্দুস সামাদ, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সায়েম, তাওহিদুর রহমান শাহ, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সোহেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন শিল্পী বেগমের নির্মম হত্যাকান্ডের ঘটনায় জড়িত ঘাতক স্বামী এনাম উদ্দিন সহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান।
উল্লেখ্য ১১মে সোমবার দুপুরে বাঘা ইউনিয়নের উত্তর বাঘার মাঝের মহল্লার এনাম উদ্দিন দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রী শিল্পী বেগমকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই ডাঃ আব্দুস সামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ ঘাতক স্বামীসহ দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad