ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি চলতি মাসের ২৬তারিখ গোলাপগঞ্জের সাধারণ মানুষের সাথে গণসাক্ষাতে অংশ নিবেন।
দলীয় সূত্রে জানা যায়, ২৬আগষ্ট সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সাধারণ মানুষের সাথে গণসাক্ষাৎ করবেন তিনি। এসময় তিনি নির্বাচনী এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন-অগ্রগতি, দাবি, করনীয় ও পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সাধারণ জনতার সাথে খোলামেলা আলোচনা করবেন।
তিনি আগামী শুক্রবার (২৩ আগস্ট) ৬দিনের সংক্ষিপ্ত সফরে নির্বাচনী এলাকায় আসছেন। এসময় তিনি গোলাপগঞ্জে গণসাক্ষাতসহ এলাকার আরও উন্নয়ন কর্মকান্ড তদারকি, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে।
Posted ৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad