অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ডাঃ আবুল কাশেম (৪৭) নামে একজন চিকিৎসক। তিনি বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
বুধবার মধ্য রাতে সিলেট শহীদ সামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি গোলাপগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
আবুল কাশেমের সমন্ধি আবুল কালাম জানান, কয়েকদিন থেকে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ বিদ্যমান ছিল। বুধবার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট শহীদ সামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
আবুল কাশেম দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে পল্লী চিকিৎসক ও ফার্মেসী ব্যবসায় করতেন। এখানেই তিনি ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা (মালপাড়া) গ্রামে। তিনি তিলপাড়া ইউনিয়নের দুইবারের ইউপি সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
গোলাপগঞ্জে এ পর্যন্ত ৩৩৭জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী নিশ্চিত করেন। তার মধ্যে একই বাড়ির ১৬জন সহ ২৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
Posted ৮:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad