অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সত্তরোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । মৃত্যুবরণকারী ওই ব্যক্তি উপজেলার লক্ষনাবন্দ ইউপির ফুলসাইন্দ গ্রামের মছরু মিয়া। সোমবার রাতে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন এ তথ্য নিশ্চিত করেন। জানা যায় ১৭জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিলে ২৪জুন তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। পরে তিনি চিকিৎসার জন্য মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়।
এনিয়ে করোনাভাইরাসে উপজেলায় মোট ৭জনের মৃত্যু হল। মোট আক্রান্ত হয়েছেন ১৩০জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬৩জন।
Posted ৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad