অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোঃ হাবিবুর রহমান, এসআই আশিষ চন্দ্র তালুকদার ও এএসআই মোঃ ইউসুফ আলী নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার হেতিমগঞ্জ এমরান আহমদ কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার ফুলবাড়ী ইউপির উত্তর মাইজভাগ গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে বাবুল আহমদ (৩২)। পুলিশ জানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও মোগলাবাজার থানায় পৃথক ৩টি মামলা রয়েছে। দায়েরকৃত মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
Posted ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad