গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকব্যবসায়ী জামিল আহমদ (৪০) নামে একব্যক্তি গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রণকেলী উত্তর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। রবিবার রাত সাড়ে ১০টায় গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী খাসিখাল ব্রিজের উত্তর দিকে পাঁকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় জামিলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫২পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এদিকে অপর অভিযানে নুর আলম (২৭) নামে নারী নির্যাতন মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাছাড় বড়বাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। গোলাপগঞ্জ উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে সে বসবাস করে আসছিল।
রবিবার মধ্যরাতে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড় গ্রামের বাইদ্দা কলোনীর বাসিন্দা ধৃত আসামীর বন্ধু কাউছার আহমদের বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার উপর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী / ০৩) এর ৭/৯(১) ধারায় মামলা ছিল। গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৬:০৬ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad