গোলাপগঞ্জের আমুড়া ইউপির ৬নং ওয়ার্ড’র উপ-নির্বাচনে নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল খালিক শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ ও আমুড়া ইউনিয়ন পরিষদ’র সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, আমুড়া ইউপির ৬নং ওয়ার্ড’র ইউপি সদস্য আমান উদ্দিন চলতি বছরের ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সদস্য পদ শূন্য হওয়ায় চলতি বছরের ২৫জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩জন প্রার্থীর মধ্যে আব্দুল খালিক বৈদ্যুতিক পাখা প্রতীকে ১৮১টি ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad