অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে তোরণ ভাঙচুর ও হামলার ঘটনায় মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রীসহ ৫জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পূর্ব খর্দ্দাপাড়া গ্রামে এঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন নজরুল ইসলাম খাঁন (৫০), রূপ আহমদ খাঁন (৬০), আলী হোসেন খাঁন (২৫), সুহেল আহমদ খাঁন (২৮), মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর স্ত্রী আয়শা খানম (৮২)।
হামলার ঘটনায় গুরুতর আহত ৫জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে ও অপর ২জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাযায়।
হামলার শিকার অফিক আহমদ খাঁন জানান আদালতের নির্দেশনা অমান্য করে বুধবার সকালে গ্রামের একটি পক্ষ পাশর্^বর্তী লক্ষনাবন্দ ইউনিয়নের কিছু লোক নিয়ে এসে নামফলকের তোরণ ভাঙচুর করে। তোরণ ভাঙচোর না করার জন্য আহবান জানাতে আসা লোকজন একের পর এক হামলার শিকার হন বলে জানান। এমনকি নামফলকের তোরণ সংলগ্ন মুক্তিযোদ্ধার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে তার বৃদ্ধা স্ত্রী আহত হন।
গ্রামের মুরব্বি চুনু মিয়া অভিযোগ করে বলেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে একমাস থেকে তোরণ সরিয়ে নেওয়ার জন্য এলাকার লোকজন দাবী জানিয়ে আসছিলেন। দীর্ঘদিন থেকে উপজেলা প্রশাসন কোন সমাধান না দেওয়ায় এলাকার যুবকরা ফলক ভাঙচোর ও হামলা ঘটনা করে বলে স্বীকার করেন।
ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা উপপরিদর্শক হেলাল উদ্দিন ও উপপরিদর্শক ফয়জুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
Posted ১:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad