অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে কম্পিউটারে অশ্লীল ভিডিও সংরক্ষণ ও বিতরণের দায়ে সাকেল আহমদ (২২) নামে এক ব্যক্তিকে আটক করে একমাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শবনম শারমীন।
গোলাপগঞ্জ বাজারের জমির প্লাজায় অভিযান চালিয়ে ওই ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান এম বি টেলিকম থেকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি উপজেলার পৌরসভার ইয়াগুল গ্রামের মক্তছির আলীর পুত্র। দন্ড বিধির ২৯২ ধারায় অশ্লীল ভিডিও সংরক্ষণ ও তা টাকার বিনিময়ে বিতরণের দায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এসময় তার কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয়। আদালত পরিচালনাকালে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
Posted ২:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad