অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কামরুল ইসলাম ছাতা প্রতীক নিয়ে ৩৩২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে কলিম উদ্দিন আনারস প্রতীক নিয়ে ২২৯ ভোট পেয়ে সাধারণ পদে নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে মাহমুদ হুসেন সুকাই, সহ-সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে মোঃ সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে মো. গোলসান আহমদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন টিউবওয়েল প্রতীক নিয়ে নাজিম আহমদ, ফুটবল প্রতীক নিয়ে রশেদ আহমদ, টেবিল ফ্যান প্রতীক নিয়ে আব্দুল করিম, মোরগ প্রতীক নিয়ে আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার রাত ৮টায় নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইটিং অফিসার সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ। এর আগে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কোন বিরতি ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
Posted ১০:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad