অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের লক্ষীপাশায় ছিনতাই এর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাইশমোরা রাস্তায় সিএনজির গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়। তাৎক্ষনিক খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা যায়, হেতিমগঞ্জ জুনেদ ফার্মেসীর এক কর্মচারী রাতে ফার্মেসী থেকে সিএনজিতে করে বাড়ি ফেরার পথে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নিমাদল মোকাম বাজার-টু-রাখালগঞ্জ রোড এর বাইশমোরা নামক স্থানে ছিনতাই’র শিকার হন। এসময় সিএনজির গতিরোধ করে রশি দিয়ে বেঁধে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। খবর পেয়ে মসজিদের মাইকে ডাকাডাকি করলে গ্রামের মানুষ রাস্তায় নেমে আসে। পরে এ ঘটনার প্রেক্ষিতে রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী ও অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক পথ সভায় বক্তব্য দেন।
এসময় লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। ঘটনার পর পরই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক লাইভ প্রচার করা হয়। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে অপরাধীদের গ্রেপ্তার করতে তথ্য দিয়ে স্থানীয়দের প্রতি সহযোগীতা আহবান জানান তিনি।
অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ করছে। এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি রয়েছে। এসময় বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অজামিল চন্দ্র নাথ, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, স্থানীয় ব্যক্তি আলীম উদ্দিন তুহিন সহ লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad